জাতীয় শোক দিবসে রাউজান পৌরসভার উদ্যোগে ব্লাড ক্যাম্পিং,ফ্রী চিকিৎসা সেবা,খাবার ও মানবতার কুঠির উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র নিদর্শনায় রাউজান পৌরসভার ব্যাবস্থাপনায় ও রাউজান ব্লাড ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী ব্লাড ক্যাম্পিং, ফ্রী চিকিৎসা সেবা ও মানবতার কুঠির উদ্বোধন হয়েছে।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ইউএনও আব্দুস সামাদ সিকদার, পৌরসভার কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ । সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পযন্ত ২৮ জন চিকিৎসক দুই হাজার নারী-পুরুষকে
ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। বিনামূল্যে রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা সেবা নেন দুই হাজার মানুষ।
এছাড়াও কাউন্সিলরদের মাঝে পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বিতরন ও অসহায় দরিদ্রের জন্য মানবতার কুঠিরেরও উদ্বোধন করা হয় । মানবতার কুঠির থেকে গরীব ও দুস্থ মানুষ বিনামূল্যে পছন্দের পোশাক গ্রহণ করতে পারবেন।

একই দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসন আয়োজিত পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী,এমপি। উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জনাব একেএম এহসানুল হায়দর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলামসহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাউজান উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় রাউজান উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। আলোচনা সভা শেষে হুইল চেয়ার বিতরণ ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *