চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সহযোগিতায় শিশুদের জন্য ডে-কেয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।
১৬ আগস্ট (মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ডে-কেয়ার কার্যক্রম শুরু করেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সোহাইল সালেহ,
চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম,
আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক হাফেজ আবরার সালেহ, ইঞ্জিনিয়ার কামরুল হাসান প্রমুখ।
জে-আর
Leave a Reply