মিস ডিভা ইউনিভার্স হলেন কর্ণাটকের দিভিতা রাই

মিস ডিভাস ইউনিভার্স ২০২২ নির্বাচিত হলেন ভারতের দিভিতা রাই। ২৩ বছরের এই সুন্দরী তারকা কর্ণাটকের মেয়ে।

কর্ণাটকে জন্ম হলেও দিভিতা ভারতের অনেক শহরেই থেকেছেন বাবার চাকরির কারণে। পেশায় একজন আর্কিটেট আর মডেল। এছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকার শখ আছে তার।

রবিবার (২৮ আগস্ট) রাতে মিস ইউনিভার্স ২০২১ হরনাজ সান্ধু মিস ডিভা ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন দিভিতাকে। তেলেঙ্গানার প্রগ্না আয়াগিরিকে ঘোষণা করা হয় মিস ডিভা সুপারন্যাশনাল ২০২২। প্রতিযোগিতার অফিসিয়াল ইনস্টা পেজ থেকে মুকুট পরিয়ে দেওয়ার সেই মুহূর্ত শেয়ার করা হয়েছে।

শেয়ার করা ভিডিওতে দেখা যায় মিস ডিভা ইউনিভার্সের মুকুটে প্রথমে একটা চুমু খেয়ে তারপর তা পরিয়ে দিলেন। এরপর দুই সুন্দরী একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন। দু’জনের মাথাতেই মুকুট আর স্যাশে লেখা তাদের জিতে নেওয়া খেতাব।

মিস ডিভা ইউনিভার্স জেতার পর মনের ভাব শেয়ার করে নেন দিভিতা, যা মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টা পেজ থেকে শেয়ার করা হয়েছে। যাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘অসাধারণ লাগছে। অবশেষে আমার মাথায় উঠল এই মুকুট। এটা অবিশ্বাস্য। আমার সত্যি বলার মতো ভাষার অভাব পড়ছে। পাগল পাগল লাগছে।’

মিস ডিভাস ইউনিভার্স ২০২২ এ অংশ নিয়েছিলেন একগুচ্ছ তারকা। ছিলেন ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত, ১৯৬৪-র মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্তরা আলো।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *