বন্দর নগরী চট্টগ্রামের ইপিজেড এলাকার বন্দরটিলায় মাতৃসদন থেকে চুরি যাওয়া নবজাতককে আনোয়ারা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। ৩০ আগস্ট (মঙ্গলবার) ভোরে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানায় ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী। চুরি যাওয়া নবজাতক আনোয়ারা থানাধীন গহিরা এলাকার মো. শহীদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান।
ইপিজেড থানার ওসি আব্দুল করিম বলেন, বন্দরটিলা এলাকার মমতা মাতৃসদন থেকে চুরি হওয়া নবজাতককে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এক দম্পতির বাসা থেকে উদ্ধার করা হয়। নবজাতক চুরির সঙ্গে জড়িত ওই দম্পতিসহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বন্দরটিলার মমতা মাতৃসদন ক্লিনিকে গত শনিবার (২৭ আগস্ট) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় শিশুটি। রোববার (২৮ আগস্ট) এক নারী নার্সের ছদ্মবেশে ইনজেকশন দেওয়ার কথা বলে নবজাতককে তার মায়ের কাছ থেকে ক্লিনিকের নিচতলায় নিয়ে যান।
সত্যিকারের নার্স মনে করে নবজাতকের মা ওই নারীর হাতে দেন। এরপর দীর্ঘ সময় ধরে ওই নারী ফিরে না আসায় নিচতলায় খোঁজ করা হয়। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে নবজাতক চুরির বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেয়।
জে-আর
Leave a Reply