কোস্ট গার্ডের পৃথক অভিযানে দুই লক্ষ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার

ইয়াবা উদ্ধার, কোস্ট গার্ড

২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে দুই লক্ষ আশি হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার ১০ ডিসেম্বর সকালে গোপন সূত্রের খবরে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়।

কোস্টগার্ড পূর্বজোনের কর্মকর্তা লে. (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক পৃথক অভিযানের বিষয়ে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কক্সবাজারের টেকনাফ থানার আওতাধীন নোয়াখালী পাড়ার মেরিন ড্রাইভ ও শাহপুরী দ্বীপের প্যারাবন এলাকায় অভিযান চালায় বাংলাদেশ কোস্ট গার্ড।

তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ইয়াবা কারবারিরা পালিয়ে যাওয়ায় দুটি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।অভিযানস্থল থেকে দুটি বস্তা ও একটি জেরিকেন উদ্ধার করে সেখান থেকে দুই লক্ষ আশি হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ইয়াবাগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাচারের উদ্দেশ্যে মায়ানমার হতে আনা হয়েছিল বলে ধারণা করছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া। তিনি বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *