বেসরকারি কন্টেইনার ডিপোতে হ্যান্ডলিং চার্জ কমেছে ৫ শতাংশ। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা)’র এক চিঠিতে দেশের ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপোতে হ্যান্ডলিং চার্জ কমানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্ধিত চার্জ ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৫ শতাংশ কমানো হয়েছে।
এর আগে ডিজেলের দাম বাড়ানোর পর গত ৬ আগস্ট আমদানি কনটেইনার হ্যান্ডলিংয়ে ৩৫ শতাংশ চার্জ বাড়ানো হয়। এখন কমিয়ে তা ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। গত ৩০ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা।
সোমবার (২৯ আগস্ট) ডিজেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমানোর ঘোষণা দিলে গত মঙ্গলবার (৩০ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বিকডা।
সার্কুলার জানানো হয়েছে, ২০ ফুট কন্টেইনারের জন্য আমদানি কনটেইনার হ্যান্ডলিং প্যাকেজ ৬ আগস্টের আগে ৯ হাজার ৭’শ ৫৪ টাকা ছিল। গত ৬ আগস্ট থেকে তা বাড়িয়ে ১৩ হাজার ৮০ টাকায় করা হয়। এখন তা ১২ হাজার ৬’শ ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
একইসঙ্গে ৪০ ফুট কনটেইনারের জন্য প্যাকেজ চার্জ আগে ছিল ১১ হাজার ২’শ ৫৫ টাকা। পরে ৬ আগস্ট তা বাড়িয়ে ১৫ হাজার ১’শ ৭ টাকা করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এ চার্জ ১৪ হাজার ৫’শ ৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, খালি কনটেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে শুল্ক আগের ২৪ শতাংশ বৃদ্ধির বিপরীতে নতুন ঘোষণা অনুযায়ী ২০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করা হবে। আবার রপ্তানি কনটেইনার হ্যান্ডলিংয়ে ২৫ শতাংশ বাড়ানোর আগের সিদ্ধান্তের বিপরীতে ৩০ আগস্ট থেকে ২১ দশমিক ৫ শতাংশ বাড়ানো হবে।
জে-আর
Leave a Reply