ইউটিউবে উত্তাপ ছড়াচ্ছেন নায়লা নাঈম

দেশের আলোচিত মডেল নায়লা নাঈম। সাহসী পোশাকে তিনি জয় করেছেন তরুণদের হৃদয়। সম্প্রতি তার নতুন একটি মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে।

এর শিরোনাম ‘আসমানেতে উঠে চাঁদ’। এই গানটির ভিডিওতেও ভিন্ন এক নায়লা নাঈমকে দর্শকরা দেখতে পেলেন। উত্তাপ ছড়াচ্ছেন এই তারকা।

এ ব্যাপারে নায়লা নাঈম বলেন, সম্প্রতি এফডিসিতে এর দৃশ্যধারনের কাজ হয়েছে। রেশাদ মাহমুদের কথা, সুর ও সংগীতে গানটিতে কন্ঠ দিয়েছেন রোজিনা করিম খান।

গানটির কোরিওগ্রাফি করেছেন আরিফ আলী। মূলত তার কোরিওগ্রাফি আমার বেশ পছন্দের। তিনি গানের ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব দেবার পর আর না করিনি। কাজটি গত ৫ ডিসেম্বর ফ্লোরিডার পিএসপি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *