চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক

 

চট্টগ্রামে সরকারি খাসজমি উদ্ধারের প্রক্রিয়ায় থাকা জঙ্গল সলিমপুর নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠক
ডাকা হয়েছে। ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে এই বৈঠক হবে বলে জানিয়েছে

চট্টগ্রাম জেলা প্রশাসন। বৈঠকে জঙ্গল সলিমপুরকে ঘিরে প্রস্তাবিত মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে ।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিবুল হাসানের
সই করা সভার চিঠি জেলা প্রশাসনে পৌঁছে।
সভায় জননিরাপত্তা বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ,
ভূমি মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এদিকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের অবৈধ উচ্ছেদে কোন ধরনের হুমকি বা প্রভাবশালীদের রক্তচক্ষুকে পরেয়া করেনা বলে
জানিয়েছেন জেলা প্রশাসক মো. এমিনুর রহমান। সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ ফোরামের এক
সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *