রংপুরকে উড়িয়ে দিল কুমিল্লা

কুমিল্লা

ব্যাট হাতে শুরুটা একেবারে সুখকর হয়নি। তবে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথে লাগাম নিজেদের হাতে তুলে নেয় কুমিল্লা ওয়ারিয়র্স। অধিনায়ক দাসুন শানাকার অনবদ্য ব্যাটিংয়ের পর বল হাতেও আলো ছড়াল কুমিল্লা। এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুরকে হারালো ১০৫ রানের ব্যবধানে।

দিনের দ্বিতীয় ম্যাচ আগে ব্যাট করে রংপুরকে ১৭৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় কুমিল্লা। এই টার্গেট টপকাতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি উত্তরাঞ্চলের দলটি। শুরুতেই ওপেনার মোহাম্মদ শেহজাদের (১৩) উইকেট হারিয়ে বসে তারা। এরপর জহুরুল ইসলাম ৫, ফজলে রাব্বির ১ ও লুইস গ্রেগরি কোন রান না করে বিদায় নিলে ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে রংপুর।

রংপুরের ব্যাটসম্যানদেরকে আর খোলস ছেড়ে বের হতে দেননি কুমিল্লার বোলাররা। মোহাম্মদ নবী ১১ রান করে সাজঘরে ফিরলে খানিক বাদে একই পথের সারথি হন সঞ্জিত সাহা (০), নাঈম (১৭) ও তাসকিন আহমেদ (১)। ফলে ৫৭ রানে ৮ উইকেট হারায় দলটি। শেষদিকে মুস্তাফিজের ৮ রান জয়ের ব্যবধানটা কমিয়েছে শুধু।

পরে শেষ ব্যাটসম্যান হিসাবে জাকির হাসান ব্যাটিংয়ে না নামলে রংপুর আটকে যায় ৬৮ রানে। ফলে ১০৫ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা। বল হাতে আল-আমিন ৩ ও সানজামুল এবং সৌম্য নেন সমান ২টি করে উইকেট।

এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক শানাকা। দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন দুই ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি ও ভানুকা রাজপাকশা। তবে ইনিংসের শুরুর বলেই কুমিল্লা শিবিরে আঘাত হানেন রংপুরের অধিনায়ক মোহাম্মদ নবী। শূন্য রানে আউট করেন রাব্বিকে। এরপর সৌম্য সরকার করেন ২৬ রান। পরবর্তীতে ডেভিড মালান ২৫ ও সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ১৯ রান।

শেষদিকের রোমাঞ্চ যেন তুলে রেখেছিলেন শানাকা। মুস্তাফিজের করা দলীয় ১৯ তম ওভারে টানা ৪টা ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটসম্যান, যেখানে দুইটা বাউন্ডারিকে আছড়ে ফেলেন একেবারে স্টেডিয়ামের বাইরে। এরই সাথে নিজের অর্ধশতটা তুলে নেন লঙ্কান ক্রিকেটার। পরে শানাকার ৩১ বলে অপরাজিত ৭৫ রানের ঝড়ে দলীয় ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৭৩ রানের সংগ্রহ পায় কুমিল্লা ওয়ারিয়র্স। এদিন ৩টা চারের সাথে ৯টা ছক্কা হাঁকিয়েছেন শানাকা।

সংক্ষিপ্ত স্কোর:

কুমিল্লা ওয়ারিয়র্স: ১৭৩/৭ (২০ ওভার) দাসুন শানাকা ৭৫, সৌম্য সরকার ২৬, ডেভিড মালান ২৫, সাব্বির রহমান ১৯; মুস্তাফিজুর রহমান ২/৩৭, সঞ্জিত সাহা ২/২৬, লুইয়া গ্রেগরি ১/২৫

রংপুর রেঞ্জার্স: ৬৮/১০ (১৪ ওভার) নাইম শেখ ১৭, মোহাম্মদ শেহজাদ ১৩, মোহাম্মদ নবী ১১; আল-আমিন হোসেন ৩/১৪, সানজামুল ইসলাম ২/৪, সৌম্য সরকার ২/১২

ফলাফল: কুমিল্লা ওয়ারিয়র্স ১০৫ রানে জয়ী।

Comments

One response to “রংপুরকে উড়িয়ে দিল কুমিল্লা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *