রাউজান উপজেলা পরিষদের উদ্যোগে এ কে এম ফজলুল কবির চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামের রাউজানে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা আইন পরিষদের চেয়ারম্যান রাউজান কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা পরিষদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজানের ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধানগন।

বক্তারা বলেন, মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী আমৃত্যু শিক্ষা ও মানবসেবায় নিজেকে সম্পৃক্ত রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেকে উজার করে দিয়েছেন। উনার শূন্যতা কখনো পূরণ হবেনা। তারই আদর্শ ধারণ করে উনার সুযোগ্য সন্তান রাউজানকে সারা দেশের মধ্যে একটি মডেল উপজেলায় পরিণত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *