চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় শাহ মোহছেন আউলিয়া (র.) সড়কের বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই কাফকো সেন্টার থেকে কবিরের দোকান পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কের ওই গর্ত ভরাট করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বারশত ও বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
শাহ মোহছেন আউলিয়া (র.) সড়কের বারশত ইউনিয়নের কবিরার দোকান এলাকায় সৃষ্টি হওয়া গর্তের অংশ ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ এবং বৈরাগ ইউনিয়নের কান্তির হাট এলাকায় সড়কের গর্তের অংশ ইট বালি দিয়ে ভরাট করে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান নোয়াব আলী।
এর আগে গত ৭ সেপ্টেম্বর সময়ের কাগজের ৮-এর পাতায় ‘আনোয়ারায় সড়কের গর্তে হাটু পানি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সড়ক মেরামত উদ্যোগ নিয়েছেন বারশত ও বৈরাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এর অধীনে শাহ মোহছেন আউলিয়া (র.) সড়কের কাফকো সেন্টার থেকে কবিরার দোকান পর্যন্ত বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এতে অল্প বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি হয়। তাই জনসাধারণ ও গাড়ি নির্বিঘ্নে চলাচলের জন্য ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নির্দেশে
ইউনিয়ন পরিষদের উদ্যোগে সড়কের গর্ত ভরাটের উদ্যোগ নিয়েছি। এতে সড়কের গর্ত গুলো ভরাট হলে মানুষের ভোগান্তির কিছুটা হলেও লাঘব হবে।
জে-আর
Leave a Reply