চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মূল ফটক আটকে রেখে বিক্ষোভ করেছে ছাত্রলীগের পদ বঞ্চিত নেতাকর্মীরা। গতকাল ১১ সেপ্টেম্বর (রোববার) বিকেল ছাত্রলীগের ছয়টি উপ গ্রæপের শতাধিক নেতাকর্মী ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত ত্যাগীদের মূল্যায়নের দাবিতে মূল ফটক আটকে বিক্ষোভ করে।
বিক্ষোভে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারি ভিএক্স, বাংলার মুখ, রেড সিগনাল, কনকর্ড, এপিটাফ ও উল্কার নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়।
বিক্ষোভে তারা পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্তকরণ, কমিটিতে স্থান পাওয়া নেতাদের যোগ্যতা অনুসারে পদগুলোর পুনঃমূল্যায়ন ও কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিস্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।
এসময় চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল হাসান দিনার বলেন, গত ৩১ জুলাই রাতে চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
দীর্ঘদিন সময় নিয়ে ঘোষিত কমিটি ত্যাগী নেতাকর্মীদের মন জয় করতে পারেনি। উল্টো নিস্ক্রিয়, জামায়াত-বিএনপি পরিবারের ছেলেদের স্থান দিয়ে কমিটিকে করেছে প্রশ্নবিদ্ধ। এর প্রতিবাদে ৩ দফা দাবিতে আমরা নিয়মিত কর্মসূচি পালন করছি।
সাংগঠনিক ও সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে আমরা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। তবে দাবি আদায় না হওয়ায় নেতাকর্মীরা মূল ফটকে তালা দিয়ে আন্দোলনে নেমেছে।
জে-আর
Leave a Reply