বোয়ালখালীতে ছুরি মেরে যুবকের টাকা ছিনতাই

চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌর সদরে মো. জাবেদ (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করে তিন হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত ১০ সেপ্টেম্বর (শনিবার) রাত ১১টার দিকে পৌর সদরের আল মদিনা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত জাবেদ পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮ নং ওয়ার্ডের বানু মেম্বার টেক এলাকার মো. শহিদুল হকের ছেলে।

ভুক্তভুগী জাবেদ জানান, ইসলামী ব্যাংকের বুথ থেকে তিন হাজার টাকা তুলে বাড়ি ফেরার সময় তিনজন লোক ডাক দিয়ে জানায় তাদের সিএনজি চালিত অটোরিকশাটি চলছে না। একটু ধাক্কা দিলে গাড়িটি স্টাট হবে।

তাদের কথা মতো সহযোগিতা করতে এগিয়ে গেলে তারা ধারালো ছুরি দেখিয়ে জিম্মি করে প্যান্টের পকেটে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। তারা পালিয়ে যাওয়ার সময় এলোপাতাড়ি মারধর ও বাম হাতে এবং পায়ে ছুরিকাঘাত করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা আকতার বলেন, রাতে আহত অবস্থায় জাবেদ নামের একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তার হাতে ও পায়ে কাটা জখম ছিলো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *