চট্টগ্রাম বন্দরের অকশন ইয়ার্ডের কন্টেইনারে পাওয়া গেলো মনোকুলারসহ বন্দুক

চট্টগ্রাম বন্দরে দুটি মনোকুলারসহ তিনটি বন্দুক পাওয়া গেছে। বিদেশ থেকে নিলামযোগ্য পণ্যভর্তি একটি কনটেইনারে বন্দুক গুলো পাওয়া গেছে। এগুলো কে বা কারা এনেছে, কখন এনেছে, সচল আছে কিনা ইত্যাদি বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। গতকাল ১১ সেপ্টেম্বও (রোববার) চট্টগ্রাম বন্দরের গুপ্তখালের সাউথ কনটেইনার ইয়ার্ডে (অকশন ইয়ার্ড) ইনভেন্ট্রির সময় বন্দুকগুলো পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো পাখি শিকারের কাজে ব্যবহৃত এয়ারগান। কোনো শৌখিন প্রবাসী কিংবা বিদেশি নাগরিক নিজের ব্যবহৃত এসব বন্দুক ব্যাগেজের আওতায় বন্দরে এনেছিলেন। খালাসে জটিলতা বা অন্য কোনো কারণে বছরের পর বছর বন্দরেই পড়ে ছিল। বন্দুকগুলোর দু-এক জায়গায় জং ধরলেও মেরামত করলে সচল হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে কাস্টমসের একজন কর্মকর্তা বলেন, নিলামযোগ্য পণ্যভর্তি কনটেইনারের ইনভেন্ট্রির সময় তিনটি বন্দুক পাওয়া গেছে। এগুলো পরীক্ষা নিরীক্ষা, কার নামে এসেছে, কে পাঠিয়েছেন, কবে এসেছে বন্দরে ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে।

বন্দরের এক কর্মকর্তা জানান, আমদানি, রফতানি, নিলামের সব কনটেইনার বন্দরের নিরাপত্তা বিভাগের হেফাজতে থাকলেও ইনভেন্ট্রিকালে পাওয়া অস্ত্রগুলো পুলিশ হেফাজতে দেওয়ার প্রক্রিয়া চলছে।

জে-আর/জে-এম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *