চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২২ জন

বন্দর নগরী চট্টগ্রামে আবারো বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। গতকাল ১৪ সেপ্টেম্বর (বুধবার) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হলেও এখন পরিস্থিতি খারাপের পর্যায়ে যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে আমরা প্রস্তুত আছি। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার পাশাপাশি উপজেলা পর্যায়েও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে আশার বিষয় হলো, নির্দিষ্ট এলাকাভিত্তিক রোগীর সংখ্যা খুবই কম। তারপরও সচেতন থাকতে হবে সবাইকে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৮ জন, জেনারেল হাসপাতালে ১ জন, উপজেলা পর্যায়ে ১ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১২ জন।

পাওয়া তথ্য মতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২২ জন। চমেক হাসপাতালের উপপরিচালক ডা. অংসুইপরু মারমা বলেন, হাসপাতালে এখন পর্যন্ত ২৬ জন রোগী ভর্তি আছে।

গত ২৪ ঘণ্টায় ৯ জন ভর্তি হয়েছে। ডেঙ্গুর চিকিৎসায় হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া হাসপাতালের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, চট্টগ্রামে এখন পর্যন্ত ২৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *