চট্টগ্রামের চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসাইন (৩৫) মৃত্যু হয়েছে। ১৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৬টায় চকরিয়ার বানিয়াছড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ঢাকা থেকে মোটরসাইকেলে যোগে কক্সবাজারে যাওয়ার পথে বুধবার সকালে চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন চিত্রগ্রাহক জাহিদ হোসেন। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহযোগী ইমন বলেন, জাহিদ আমার ঘনিষ্ঠ ছিলো। আমার নির্দেশিত ‘গ্রেট গার্লফ্রেন্ড’ নাটকে কাজ করেছে জাহিদ। এটি আমাদের শেষ কাজ। আরেকটি কাজের বিষয়ে কথা হচ্ছিল কিন্তু তার আগেই চলে গেলো।
নাটক-টেলিফিল্মে চিত্রগ্রাহক হিসেবে ভালো কাজ করতেন জাহিদ হোসেন। তার ঝুলিতে রয়েছে তারকাবহুল ও বড় বাজেটের সব কাজ। তার মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনের অনেক তারকা অভিনয়শিল্পী ও পরিচালক শোক প্রকাশ করছেন।
একটি ছবি পোস্ট করে ‘বড় ছেলে’খ্যাত পরিচালক মিজানুর রহমান আরিয়ান লিখেন, ‘তিনবার আসলাম, কিছুই লিখতে পারলাম না। এবারো পারলাম না।’
তা ছাড়া অভিনেতা তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়াসহ অনেকে ফেসবুকে শোক প্রকাশ করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার জানান, আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে নিহত চিত্রগ্রাহক জাহিদ হোসেনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, বিনোদন অঙ্গনে একজন আস্থাভাজন সিনেমাটোগ্রাফার হিসেবে পরিচিত ছিল জাহিদের। ভালোবাসার কারাগার’, ‘পেয়িং ঘোস্ট’, ‘লিলুয়া’, ‘দ্য লাস্ট হোপ’সহ বেশ কিছু প্রোডাকশনে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি।
জে-আর
Leave a Reply