পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভারতে তিনদিনের সরকারি সফর আকস্মিক বাতিল করা হয়েছে। ভারত মহাসাগরবিষয়ক সংলাপে যোগ দিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ভারত মহাসাগরবিষয়ক সংলাপে যোগ দিতে তাঁর ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার কথা ছিল।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের পূর্ব নির্ধারিত নয়াদিল্লি সফর বাতিল প্রসঙ্গে ভারতীয় মিডিয়া জানিয়েছে যে, সফরের আগের দিন রাতে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় ‘বিতর্কিত’ এনআরসি (ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জাতীয় নাগরিকপঞ্জি) বিল পাসকে কেন্দ্র করে এক ধরনের অস্বস্তি সৃষ্টি হওয়ায় এই সফর বাতিল হয়েছে।

তবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আজ দুপুরে গণমাধ্যমকে বলেছেন, ‘ডিসেম্বর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস। সামনে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং জাতীয় দিবস। এই দুইটি জাতীয় দিনে আমি আমার দেশে, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই। এই জন্যই সফরটি বাতিল করেছি। আগামী মাসে এই সফরটি আবার হবে। এছাড়া, আমাদের প্রতিমন্ত্রীও মাদ্রিদ সফরে রয়েছেন। সচিব সাহেবও রোহিঙ্গা বিষয়ক শুনানিতে অংশ নিতে নেদারল্যান্ড অবস্থান করছেন।’

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত এই সফরটির সময়সূচি ঠিক করার আগে ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে জানান হয়েছিল যে, পররাষ্ট্রমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী দিবস এবং জাতীয় দিবসে বাংলাদেশে থাকতে চান। তাই তার বৈঠকের সময়সূচি যেন এমনভাবে ঠিক করা হয় যে তিনি নয়াদিল্লিতে বৈঠক শেষ করে এই অনুষ্ঠানগুলোতে সহজে যোগ দিতে পারেন।

ভারতের পত্রিকা হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পূর্ব নির্ধারিত সফর বাতিল নিয়ে ঢাকার পক্ষ থেকে খোলামেলা কিছু বলা হয়নি। তবে এনআরসি ইস্যূতে বেশ কয়েকদিন ধরেই ঢাকা অস্বস্তি প্রকাশ করছিল। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় ‘বিতর্কিত’ এনআরসি বিল পাস হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার পূর্ব নির্ধারিত তিনদিনের ভারত সফর বাতিল করেছেন। বিলটি পাস হওয়ায় ভারতের আসামসহ উত্তর-পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে বিক্ষোভ এবং অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। সফর বাতিল হওয়া এটাও অন্যতম একটি কারণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *