বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছিলো খুলনা টাইগার্স। নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগাররা। রহমানউল্লাহ গুরবাজ, রাইলি রুশোদের ব্যাটিংয়ে বন্দরনগরীর দলটিকে ৮ উইকেটে হারিয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমের দল।
মিরপুরে টসে হেরে আগে ব্যাট করতে নামে চট্টগ্রাম। আজও দলের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই মাঠে নামতে হয় দলটিকে। ম্যাচে চট্টগ্রামের হয়ে ইনিংস শুরু করতে আসেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার লিন্ডল সিমন্স ও চ্যাডউইক ওয়ালটন। উদ্বোধনী জুটিতে ৪৫ রানের পার্টনারশিপ গড়েন দুজন। সিমন্স ২৩ বলে ২৬ রান করে আউট হওয়ার পর দলীয় ৪৯ রানের মাথায় সাজঘরে ফেরেন ওয়ালটনও।
এরপর নাসির হোসেনকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করলেও খুব বেশি সুবিধা করতে পারেননি ইমরুল কায়েস। নিজের প্রথম ম্যাচে বুধবার ৩৮ বলে ৬১ রানের ঝড়ো এক ইনিংস খেললেও আজ ফিরেছেন ১২ রান করে। ইমরুল রান আউটে কাটা পড়লে উইকেটে থাকা নাসিরের সাথে যোগ দেন নুরুল হাসান সোহান। চতুর্থ উইকেটে দুজন গড়েন ৩৭ রানের জুটি।
এরপর সোহান ব্যক্তিগত ১৯ রানের মাথায় রান আউটে কাটা পড়লে, পরের ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন নাসিরও। ২৭ বল থেকে ২৪ রানের ইনিংস খেলেন তিনি। শেষদিকে মুক্তার আলীর ১৪ বলে অপরাজিত ২৯ রানের কল্যাণে নির্ধারিত ওভার শেষে ১৪৪ রানের পুঁজি পায় চট্টগ্রাম। ম্যাচে খুলনার হয়ে শফিউল ইসলাম, রবি ফ্রাইলিঙ্ক, আমিনুল ইসলাম বিপ্লব ও শহিদুল ইসলাম প্রত্যেকেই নেন একটি করে উইকেট।
পরে ১৪৫ রানের জবাবে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স। গুরবাজের সাথে ইনিংস শুরু করতে এসে একেবারেই সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। নাসুমকে উইকেট দিয়ে এসেছেন ৪ রান করে। পরে রুশোকে নিয়ে চট্টগ্রামের বোলারদের উপর ধ্বংসলীলা চালান গুরবাজ। মাত্র ১৮ বলে তুলে নেন নিজের ফিফটি। ৫০ রানের মাথায় আউট হওয়ার আগে রুশোর সাথে গড়েন ৭০ রানের পার্টনারশিপ। যেখানে ৪টা চারের সাথে ৫টা ছক্কা হাঁকিয়েছেন গুরবাজ।
এরপর মুশফিককে নিয়ে জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন রুশো। তুলে নেন নিজের অর্ধশতকটা। পরে দলকে আর কোন বিপদ হতে না দিয়ে ৩৭ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় পায় খুলনা। মুশফিক ২৮ ও রুশো অপরাজিত থাকেন ৬৪ রান নিয়ে। যেখানে ৩৮ বলের ইনিংসটি রুশো সাজিয়েছেন ৭টা চার ও ২টা ছয়ের মারে।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৪৪/৬ (২০ ওভার) মুক্তার ২৯*, সিমন্স ২৬, নাসির ২৪, সোহান ১৯; ফ্রাইলিঙ্ক ১/২১, বিপ্লব ১/২৫, শফিউল ১/৩০
খুলনা টাইগার্স: ১৪৬/ ২ (১৩.৫ ওভার) , রুশো ৬৪*, গুরবাজ ৫০, মুশফিক ২৮*; নাসুম ১/১৮, মুক্তার ১/২০
ফলাফল: খুলনা ৮ উইকেটে জয়ী।
Leave a Reply