স্বরাষ্ট্রমন্ত্রীও ভারত সফরে যাচ্ছেন না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত সফর স্থগিত করেছেন। আগামীকাল তার ভারত সফরে যাওয়ার কথা ছিল

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বরাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

শরীফ মাহমুদ অপু বলেন, আগামীকাল শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি যাচ্ছেন না। পরে সুবিধাজনক সময়ে ভারতে যাবেন তিনি।

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তার আমন্ত্রণে শুক্রবার সেখানে যাওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করেন কামাল।

এদিকে, আজ বৃহস্পতিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়া দিল্লিতে যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের। তার বদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারত সফরে গেছেন। রাষ্ট্রীয় অন্য কাজ থাকায় পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর বাতিল করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

অন্যদিকে, ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, ভারতের নাগরিক সংশোধনী বিল (সিএবি) পাস হওয়ার পর দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট সহিংসতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ভারত সফর বাতিল করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘আমায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। আমার প্রতিমন্ত্রী দেশের বাইরে মাদ্রিদে আছেন। পররাষ্ট্র সচিব হেগ-এ। দেশে চাহিদা বাড়তে থাকায় আমি ভারত সফর বাতিল করেছি। জানুয়ারিতে দিল্লি যাব। আর যে অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল, সেখানে আমি ডিজি-কে পাঠাচ্ছি।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *