২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটি সংলগ্ন কর্ণফুলি নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল সোয়া ১০টার সময় পুলিশ লাশটি উদ্ধার করে।
লাশের পড়নে কোন কাপড় ছিলো না। বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
তথ্যটি নিশ্চিত করে বন্দর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ বলেন, বন্দর ১৩ নম্বর জেটি সংলগ্ন কর্ণফুলি নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মরদেহটির কোন পরিচয় জানা যায়নি উল্লেখ করে এ পুলিশ কর্মকর্তা জানায় এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply