ভাই ফয়জল দীর্ঘদিন ‘বন্দি’ ছিলেন আমির খানের বাড়িতে

মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান। আমিরের ভাই ফয়জল খান। এবার জানা গেল এক নতুন তথ্য। ভাই আমির খানের বাড়িতে বন্দি ছিলেন ফয়জল খান। কী কারণে ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেননি, তা এক সাক্ষাৎকারে জানান ফয়জল খান।

‘বিগ বস’ মানেই বদ্ধঘর, প্রতিযোগীদের মধ্যে ঝামেলা, রেষারেষি। এ কারণেই ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেননি ফয়জল খান। অনুষ্ঠান নিয়ে কথা বলার সময় নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খোলেন তিনি। এক সাক্ষাৎকারে ফয়জল বলেন, ‘আমার ভাই আমিরের বাড়িতেও আমি বন্দি ছিলাম। ঘরে বন্দি থাকতে কেমন লাগে তা জানি। খাঁচার ভেতর বন্দি থেকে কোনো মজা নেই।’ ‘বিগ বস’ শো-র নিয়ম নিয়েও কথা বলেন তিনি। ‘এই শো-তে সবাই সবার বিরুদ্ধে কথা বলে। ঝগড়া, মারপিট হয়। আবার কাজও দেয়া হয়। ওখানে প্রতিযোগীদের মানসিক দৃষ্টিভঙ্গি নিয়ে খেলা করা হয়। এগুলোর জন্য টাকাও দেয়া হয়। আমার অত টাকার দরকার নেই।’ তিনি আরও বলেন, ‘আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, যা জলের ধারার মতো বয়ে যাবে। স্বেচ্ছায় খাঁচার ভেতর কেন বন্দি হতে চাইব? কেউই তা চাইবেন না। সবাই স্বাধীন থাকতে চান।’

এ সময় আমির খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিংহ চড্ডা’ নিয়েও কথা ওঠে। ফয়জল বলেন, ‘চার বছর পর ভাই সিনেমা করেছে, আরও চিন্তাভাবনা করে ওকে স্ক্রিপ্ট নির্বাচন করতে হতো। ছবি মুক্তি পাওয়ার ঠিক পরে না হলেও আমি সিনেমাটি দেখেছি। ছবির কিছু কি‌ছু জায়গা আমার ভালোও লেগেছে। তবে, পুরো ছবিটা ভালো লাগেনি। আমির খানের মতো বড় মাপের তারকার কাছে দর্শক ভালো অভিনয়, ভালো ছবি আশা করেন। কিন্তু এই ছবি দর্শককে মুগ্ধ করার মতো নয়।’

আমিরের সঙ্গে তার যোগাযোগ সম্পর্কে তিনি জানান, আমির নিজের কাজ নিয়ে ব্যস্ত। ফয়জলও তার জীবন নিয়ে ব্যস্ত। ‘বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের দেখা হয়। কথাও হয়। দুই ভাইয়ের মধ্যে এখনও যোগাযোগ রয়েছে,’ বলেছেন ফয়জল।

দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ফয়জল। বর্তমানে তিনি তার পরিবারের সঙ্গে রয়েছেন।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *