আগামী মাসে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে সব দল তাদের স্কোয়াড ঘোষণা করলেও বাকি ছিল স্কটল্যান্ড। তবে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারা।
সম্ভাব্য সেরা দল নিয়েই অস্ট্রেলিয়াতে যাচ্ছে স্কটিশরা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানো পেসার জশ ডেভি এবং ব্র্যাড হুইল এ বছরের বিশ্বকাপ দলেও জায়গা করে নিয়েছেন। এ ছাড়া তরুণ ব্যাটার ব্র্যান্ডন ম্যাকমুলেন প্রথমবারের মতো স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার আলি ইভান্স, গ্যাভিন মেইন, ব্যাটার অলিভার হেয়ারস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে থাকা স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে ১৭ অক্টোবর হোবার্টের বেলেরিভ ওভালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
রিচার্ড বেরিংটন (অধিনায়ক), জর্জ মুনসি, মাইকেল লিস্ক, ব্র্যাডলি হুইল, ক্রিস সোল, ক্রিস গ্রিভস, সাফিয়ান শরিফ, জশ ডেভি, ম্যাথু ক্রস, ক্যালাম ম্যাকলিওড, হামজা তাহির, মার্ক ওয়াট, ব্র্যান্ডন ম্যাকমুলেন, মাইকেল জোন্স এবং ক্রেগ ওয়ালেস।
এন-কে
Leave a Reply