গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন পুলিশ সদস্যসহ ৪ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ডিএসবির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, নিহত পুলিশ সদস্য আব্দুল আলীম। তিনি বরিশাল মেট্রোপলিটনে কর্মরত ছিলেন। গোপালগঞ্জে তিনি ভিআইপি ডিউটিতে এসেছিলেন। তবে, নিহত অপর ৩ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান এসআই সাইফুল।
স্থানীয় সুত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া এলাকায় দিদার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় দুর্ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যসহ ৩ জন নিহত হন। এতে ১ জন গুরুতরসহ অন্তত ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
২৪ঘণ্টা/বিআর
Leave a Reply