রাউজানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গণপাঠাগার উদ্বোধন

চট্টগ্রামের রাউজান পৌরসভায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গণপাঠাগার উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

আজ ১১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০ টায় রাউজান পৌর কার্যালয়ের নিচতলায় বঙ্গবন্ধু ওমুক্তিযুদ্ধ গণপাঠাগার পরিদর্শন করে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে এ রকম দুর্লভ বইয়ের সংগ্রহসমৃদ্ধ গণপাঠাগার আলোকিতসমাজ বিনির্মাণে অবদান রাখবে।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনরেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব,

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার, সহকারী কমিশনার (ভূমি)রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।

অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান এবং রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠাগার উদ্বোধন শেষে রাউজান পৌরসভার ছাদবাগান উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি ও রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

২৪ ঘণ্টা / জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *