নেত্রকোনার মদন পৌরসভার প্যানেল মেয়রসহ দুই মাদক কারবারিকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করেছে মদন থানার পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সভার ভূমি অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- প্যানেল মেয়র মো. ফয়সাল খান, যুবলীগ নেতা ও সাত মাদক মামলার আসামি সুজন।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, শনিবার রাতে বাদক ব্যবসায়ী সুজন ও ফয়সালকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার নেত্রকোনার কোট হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
Leave a Reply