২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশাখালী উপজেলার জঙ্গল থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের মুমিন এস্টেট নামক পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা ধারণা করছেন লাশটি কোন পাগল মহিলার হতে পারে। তার মাথার এক পাশে থেঁতলানো ও বিচ্ছিন্ন পা দেখে মনে হচ্ছে ১০-১২দিন আগে বণ্যহাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে।
বাঁশখালী থানার ওসি মো. রেজাউল করিম মজুমদার জানান, আজ রবিবার সকাল সোয়া ১০টার সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুকুরিয়া বৈলগাঁও চা বাগান থেকে দুই কিলোমিটার দূরে গভীর জঙ্গলে গিয়ে বাঁশখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত ওই তরুণীর পরনে রঙ্গিন কাপড় পড়া ছিলো। তবে লাশের পরিচয় স্থানীয়রা কেউ জানাতে পারেনি।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সকাল সাড়ে ১১টার সময় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
Leave a Reply