সৌদি বাদশাহ সালমানের অর্থায়নে পরিচালিত সেবামূলক সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার কেএস রিলিফ কেএসএ সংক্ষেপে কিং সালমান সেন্টার এবং বাস্তবায়নকারী সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন চট্টগ্রাম এর যৌথ ব্যবস্থাপনায় কক্সবাজারে অবস্থিত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক ও কক্সবাজার এর স্থানীয় হতদরিদ্রের মাঝে ১১ হাজার ৫’শ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ প্রকল্প এর আওতায় গত ১৩ অক্টোবর সকালে রামু উপজেলা সদরে ৯’শ ৭৫টি খাদ্যঝুড়ি (প্যাকেট) বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, ৩ লিটার, ভোজ্য তৈল, ১ কেজি লবণ।
অনুষ্ঠান উদ্বোধন করেন সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার ফাহাদ আল মাজি।
আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রামু-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সালামত উল্লাহ, মোহাম্মদ ওয়ায়েস, মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন প্রমুখ ।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply