ওমান আল-হোবরা শাখায় ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন

আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত মতাদর্শ ভিত্তিক আন্তর্জাতিক সেবামূলক সংগঠন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) সালতানাত অব ওমান কেন্দ্রীয় পরিষদের আওতাধীন আল-হোবরা শাখার ব্যবস্থাপনায় ‘আল-হোবরা, শাখার অস্থায়ী কার্যালয়ে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ মাহফিল হোবরা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

হাফেজ মুহাম্মদ নুরুল আবছারের কোরাআন তেলাওয়াতও নাত-এ রাসূল (দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন একেএমবি ওমান কেন্দ্রীয় পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম সাহেব।

প্রধান বক্তা ছিলেন একেএমবি কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক, মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী। বিশেষ অতিথি ছিলেন একেএমবি কেন্দ্রীয় পরিষদের সংগঠক ও সহ-সভাপতি মুহাম্মদ সেলিম আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন একেএমবি কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম দুলাল।

বিশেষ আকর্ষণ ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মুহাম্মদ বাবু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন একেএমবি ওমান কেন্দ্রীয় পরিষদের সংগঠক ও অর্থ সম্পাদক মুহাম্মদ আবু শাহাদাৎ।

বিশেষ বক্তা ছিলেন একেএমবি ওমান কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ সিফাত আলমদার পাশা ও একেএমবি নির্বাহী সদস্য মুহাম্মদ আলমগীর প্রমূখ।

বক্তারা বলেন, রাসূল (দ.) আদর্শই মুক্তির একমাত্র পথ। রাসূল (দ.) আদর্শীক নেতৃত্ব তাবৎ পৃথিবী হয়ে ওঠে শান্তির জনপদ। গোটা বিশ্বই পরিণত হয় সকলের বাসযোগ্য আবাসস্থল। তাই রাসূল (দ.) আগমনে খুশি উৎযাপন করাটা নৈতিক দায়িত্ব নয় বরং ঈমানের দাবি ও বটে।

রাসূল (দ.) শুভাগমনের আহবান বিশ্বের নির্যাতিত মানুষেরা ফিরে পাক তাদের ন্যায্য অধিকার। বিশ্বের সকল সমাজ ও রাষ্ট্র  হোক সন্ত্রাস, অশ্লীলতা, হিংসা-বিদ্বেষ, দুনীর্তি, দুঃশাসন, হানাহানি, মারামারি, উগ্রতা ও যুদ্ধমুক্ত শান্তির বিশ্ব গড়ে উঠুক।

মিলাদুন্নবী (দ.) মাহফিলে আগতদের ধন্যবাদ জানিয়ে মুসলিম উম্মাহ, দেশ, জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করেন ওমান একেএমবি কেন্দ্রীয় পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম সাহেব। উপস্থিত সকল মেহমানদের তাবারুক বিতরণের শেষে মিলাদুন্নবী(দ.) এর মাহফিল সফল সমাপ্তি হয়।

২৪ ঘণ্টা / জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *