চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
আজ সোমবার (১৭ অক্টোবর) নির্ধারিত সময়ের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর।
মনোনয়নপত্র প্রত্যাহার কারী দু’জন হলেন : চেয়ারম্যান পদে মহানগর কৃষকলীগ নেতা মাহবুব আলম তাঁরা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় মহিলা পাটির নেত্রী মুন্নী বেগম।
বর্তমানে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন: আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব ফারুক চৌধুরী ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলী।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মুরাদ, আওয়ামী লীগ নেতা আবদুল হালিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোমেনা আক্তার নয়ন,
বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা ভূইয়া নিশি, শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল চেয়ারম্যানের কন্যা ডা. ফারহানা মমতাজ ও রানু আকতার প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর জানান, আগামী ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১১ প্রার্থীর মধ্যে দুজন প্রার্থী জেলা পরিষদ কার্যলয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি বলেন এবার পাঁচটি ইউনিয়নে মোট ১ লক্ষ ৭ হাজার ৭’শ ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)—এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply