চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে কর্ণফুলীর উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখুন। গত নির্বাচনে মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই কর্ণফুলী উপজেলায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। আওয়ামী লীগ একটানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার কারণে উন্নয়নের ছোঁয়া গ্রাম—বাংলায় পর্যন্ত লেগেছে। একমাত্র নৌকা মার্কায় ভোট দিলেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
গত বুধবার (১৯ অক্টোবর) বিকালে আসন্ন ২ নভেম্বর কর্ণফুলী উপজেলা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক চৌধুরীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে উপজেলার
মইজ্জেরটেক, সৈন্যরটেক, ব্রিজঘাটসহ বিভিন্ন স্থানে পথসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসলে উদ্দিন মনছুর, সদস্য বি.কম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি,
সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল, সেলিম উল্লাহ, শেখ সেলিম, শহীদ উল্লাহ মিয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply