ছাড়পত্রের শর্তভঙ্গ করা ও ইটিপি অকার্যকর হওয়ায় সীতাকুণ্ডে দুইটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।
প্রতিষ্ঠান দুইটি হচ্ছে উপজেলার কদমরসুলের লালবেগ এলাকার স্টার লুব লিমিটেডকে (ইটিপি অকার্যকর) ৫০ হাজার টাকা এবং মাস্টার স্টীল রি-রোলিং মিলসকে (ছাড়পত্রের শর্তভঙ্গ) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে দুই প্রতিষ্ঠানকে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়।
Leave a Reply