টালিপাড়ার নতুন ছবি সপ্তাশ্ব বসু পরিচালিত ‘ডা. বক্সী’র প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৪ নভেম্বর। তবে নির্মাতার তরফ থেকে জানানো হয়েছে, নতুন এই ছবিটি এখনই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না।
এ বিষয়ে নির্মাতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ভক্তদের উদ্দেশে। যেখানে বলা হয়েছে: ‘আমরা ডা. বক্সীর মুক্তির তারিখ পিছিয়ে দিচ্ছি যেটা ৪ নভেম্বর ২০২২ হওয়ার কথা ছিল। খুব শীঘ্রই মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে।
নতুন এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় , বনি সেনগুপ্ত ও মাহি করকে। ছবিটি প্রযোজনায় রয়েছে এসএমভি স্টুডিওজ।
এ ছবির আগে পরিচালক সপ্তাশ্ব বসুর ‘প্রতিদ্বন্দ্বী’-তে ডা. বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যেখানে দেখা গিয়েছিল নানা ধরনের মেডিকেল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি।
ওই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছিলেন সায়নী ঘোষ, সৌরভ দাসের মতো দাপুটে অভিনেতারা। ‘প্রতিদ্বন্দ্বী’-তে দেখা যায় ডা. বক্সীর জন্য প্রাণ বাঁচে অনেক সাধারণ মানুষর।
তবে ডা. বক্সীর উদ্দেশ্য মহৎ হলেও তার কাজ করার পদ্ধতি ছিল অনৈতিক। আর এখান থেকেই দানা বাঁধে প্রশ্ন, যখন একজন মানুষ বৃহত্তর স্বার্থের জন্য কিছু মহৎ কাজ করে, তখন তার কাজের পদ্ধতির সঙ্গে কি নৈতিকতা ও অনৈতিকতার প্রশ্ন জড়িয়ে রাখা উচিত?
এমন প্রশ্নের রহস্য ভেদ করতেই বড় পর্দায় হাজির হবে ডাক্তার বক্সী। তবে অরিন্দমের সংগীত পরিচালনায় নতুন এ ছবিটিতে এবার ডাক্তার বক্সীর ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়কে নয়, দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।
এন-কে
Leave a Reply