এবারের উয়েফা ইউরোপা লীগের শেষ ৩২ এর ড্র অনুষ্ঠিত হয়েছে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে চ্যাম্পিয়ন্স লীগের গ্ৰুপ পর্ব থেকে বিদায় নেওয়া সকল দলই।
সুইজারল্যান্ডের নিয়নে সোমবার ২০১৯-২০ মৌসুমের ইউরোপা লিগের নকআউট পর্বের ড্র হয়। নেদারল্যান্ডের আয়াক্সের মুখোমুখি হবে গেটাফে, আর্সেনালের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যানচেস্টার ইউনাইটেড সামনে পেয়েছে ক্লাব ব্রুগকে।
দেখুন ইউরোপা লীগের শেষ ৩২এ কে কার মুখোমুখি
উলভস-এস্পানিয়ল
স্পোর্টিং লিসবন-ইস্তানবুল বেসিকসের
গেটাফে-আয়াক্স
বেয়ার লেভারকুসেন-পোর্তো
এফসি কোপেনহেগেন-সেল্টিক
এপয়েল-বাসেল
ক্লুজ-সেভিয়া
অলিম্পিয়াকোস-আর্সেনাল
আলকামার-লাস্ক
ক্লাব ব্রুগ-ম্যান ইউ
লুদোগরেটস-ইন্টার মিলান
ফ্রাঙ্কফুর্ট-সালজবুর্গ
শাখতার দোনেটসক-বেনফিকা
উলফসবুর্গ-মালমো
রোমা-গেন্ট
রেঞ্জার্স-বার্গা
আগামী ২০ ফেব্রুয়ারি হবে প্রথম লেগের খেলা। দ্বিতীয় লেগ হবে ২৭ ফেব্রুয়ারি। শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে একই মাসের ২৮ ফেব্রুয়ারি।
Leave a Reply