চট্টগ্রামে পিনাকেল চাটার্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন এ বি এম আবু নোমান বলেছেন, একটি জাতিকে আত্মমর্যাদাশীল করে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের জ্ঞানের আলোতেই একজন আদর্শ নাগরিকের জন্ম হয়। শিক্ষকরাই তিলে তিলে গড়ে তুলেন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়েই একটি দেশের ভবিষ্যত সূর্য সন্তানদের।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রামের এলজিআরডি অডিটোরিয়ামে পিনাকেল চ্যাটার্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান – পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পিসিএসসি’র চেয়ারম্যান সোলায়মান খান মাসুমের সভাপতিত্বে প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান, চট্টগ্রাম শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবসার, পিনাকল চ্যাটার্ট স্কুলের নরসিংদী শাখা প্রিন্সিপাল শফিকুল ইসলাম তুহিন, সাংবাদিক ওয়াহিদ জামান, পাঁচলাইশ থাকা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ।

পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন পিনাকলের শিক্ষার্থীরা।

দ্বিতীয় অধিবেশনে প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক আনিসুল আলম। ফিফার সাবেক রিফারী আব্দুল হান্নান মিরন।

প্রসঙ্গত, পিনাকেল চ্যাটার্ট স্কুল এন্ড কলেজ ২০০৮ সালে চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নং সড়কে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির বেশ কিছু ক্যাম্পাস সারাদেশে সুনামের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *