আফগানিস্তানের বিদায়, সেমির আশা বাঁচল শ্রীলঙ্কার

লঙ্কান ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভার দাপুটে ব্যাটিংয়ের কাছে পরাস্ত হয়েছে আফগানিস্তান। ধনঞ্জয়ার অপরাজিত ৬৬ রানে ভর করে আফগানদের ছুড়ে দেওয়া ১৪৪ রানের টার্গেট সহজেই ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ৯ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ধনঞ্জয়া-মেন্ডিসরা। ১৮ ওভার তিন বলে ১৪৮ রান করে ৬ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

এ জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল শ্রীলঙ্কা। অপরদিকে সেমির স্বপ্ন ভেঙে গেছে আফগানিস্তানের।

অস্ট্রেলিয়ার ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হলেও শেষে আফগান ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে লঙ্কানদের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারেনি আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে আফগানিস্তান।

এদিন উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করে আফগানরা। পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৪২ রান সংগ্রহ করে আফগানিস্তান। পরে সপ্তম ওভারের প্রথম বলে রহমানউল্লাহকে (২৮) বোল্ড আউট করেন লঙ্কান বোলার লাহিরু কুমারা।

দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরানকে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা করেন উসমান। তবে ম্যাচের ১১তম ওভারে জুটি ভাঙেন হাসারাঙ্গা। উসমান ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। দলের স্কোর তখন ৬৮। ইব্রাহিম বিদায় নিলে আর বড় কোনো জুটি তৈরি হয়নি।

পরে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ডেথ ওভারে ১৭ রানে ৪ উইকেট বিলিয়ে দেয় আফগানিস্তান। শেষ ওভারে হাসারাঙ্গার জোড়া আঘাতে দেড়শ পার করতে পারেনি আফগানিস্তান। এতে শ্রীলঙ্কার লক্ষ্য দাড়ায় ১৪৫ রানে।

জবাবে ব্যাট করতে নেমে, উদ্বোধনী জুটি বেশি সময় মাঠে থিতু হতে পারেনি। পাথুম নিসাঙ্কা ১০ বলে ১০ রান ও কুসল মেন্ডিস ২৭ বলে ২৫ রান করে ফিরে গেলে দলের হাল ধরেন ধনঞ্জয়া ডি সিলভা। পরে চারিথ আসালাঙ্কা ১৮ বলে ১৯ রানে প্যাভিলিয়নে ফিরে গেলে ভানুকা রাজাপাকসের সঙ্গে জুটি গড়েন ধনঞ্জয়া ডি সিলভা। এরপর আফগান বোলারদের ঘূর্ণি একাই সামলেছেন ডি সিলভা। ৪২ বলে ৬৬ রানের সিলভা ঝড়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৪৪/৮ (২০)

শ্রীলঙ্কা: ১৪৮/৪ (১৮.৩)

টার্গেট: ১৪৫

সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর: ৬৬* (৪২)
এদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বে এ পর্যন্ত লঙ্কানরা তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। অপরদিকে বৃষ্টির কারণে আফগানিস্তানের শেষ দুটি ম্যাচ পরিত্যক্ত হয়। সেই হিসেবে ‘গ্রুপ-১’ এ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পয়েন্ট সমান ২ করে। শ্রীলঙ্কা দুই হার ও এক জয়ে ২ পয়েন্ট পায়। এবার এ জয়ে আরো ২ পয়েন্টসহ ৪ পয়েন্ট হলো শ্রীলঙ্কা। অপরদিকে আফগানিস্তান একটিতে হারে অপর দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ২ পয়েন্ট পায়। এ ম্যাচে হেরে তাদের তারা ২ পয়েন্টেই আটকে রইলো।

২৪ঘণ্টা/এনআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *