নিউজিল্যান্ডকে হারিয়ে দুইয়ে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনায় যোগ হলো নতুন মাত্রা। আজ (মঙ্গলবার) কুড়ি ওভারের বিশ্ব আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ফলে গ্রুপ-১-এর পয়েন্ট টেবিলের হিসাব জমে উঠলো। কিউইদের ২০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংলিশরা।

আজ ব্রিসবেনে সুপার টুয়েলভের ম্যাচে ইংলিশরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৭৯ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে কিউইরা ২০ ওভারে ৬ উইকেটে করে ১৫৯ রান। এই জয়ে গ্রুপ-১-এর পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ইংলিশরা। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫। সমান ম্যাচে নিউজিল্যান্ড সমান পয়েন্ট নিয়েও শীর্ষে রয়েছে নেট রানরেটের হিসাবে। কিউইদের নেট রানরেট ২.২২৩ , অন্যদিকে ইংল্যান্ডের ০.৫৪৭। অস্ট্রেলিয়ার পয়েন্টও ৫, তবে তারা আছে তৃতীয় স্থানে (-০.৩০৪)।

দুর্দান্ত এক ইনিংস খেললেন জস বাটলার। অ্যালেক্স হেলসের ব্যাটও হাসলো। তাতে ইংলিশরা পায় ওপেনিংয়ে শক্ত ভিত। উদ্বোধনী জুটিতেই আসে ৮১ রান। হেলস ৪০ বলে ৫২ রানে আউট হয়েছেন। বাটলার আরও বেশি ভয়ঙ্কর ছিলেন। ম্যাচসেরার পুরস্কার জেতা ইংলিশ অধিনায়ক ৪৭ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৭৩ রান।

পরের দিকের ব্যাটাররা সুবিধা করতে না পারায় ইংল্যান্ডের স্কোর খুব একটা বাড়েনি। ১৭৯ রানে শেষ হয় ইনিংস।

কিউইদের সর্বোচ্চ উইকেট পেয়েছেন লকি ফার্গুসন। ৪ ওভারে ৪৫ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ইশ সোধি।

১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যর্থ কিউইদের ওপেনাররা। গ্লেন ফিলিপস খেলেন ৬২ রানের ইনিংস। ৪০ রান করেছেন কেন উইলিয়ামস।

ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার স্যাম কারেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। ক্রিস ওকসও পেয়েছেন ২ উইকেট।

২৪ঘণ্টা/এনআর

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *