গরু চুরির অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

ছাত্রলীগ ঢাকা জেলা উত্তরের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তার। বুধবার (০২নভেম্বর) রাতে ধামরাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ চোরেরা বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে তার হেফাজতে রেখে বিক্রি করতেন।

বাবলী আক্তার সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে ও সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্রী।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাবলীসহ পাঁচ গরু চোরকে প্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাবলী তার বন্ধু শামিমের মাধ্যমে গরু চোরদের সঙ্গে পরিচয় ঘটে। এরপর থেকে চোরাইকৃত গরু বাবলী তার বাড়িতে নিজের হেফাজতে রেখে গরুগুলো বিক্রি করতেন। এ পর্যন্ত পাঁচটি গরু তার হেফাজতে রেখে বিক্রি করা হয়েছে। সর্বশেষ একটি ষাড় গরু জবাই করে কশাইয়ের কাছে মাংস বিক্রি করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ধামরাইয়ে সম্প্রতি অনেক গরু চুরির ঘটনা ঘটেছে। একটি মামলা তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলী চোরাই গরু তার হেফাজতে রেখে বিক্রি করতেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গরু চুরির ঘটনায় বাবলীর সম্পৃক্ততার বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা। অনৈতিক কাজে জড়িত থাকায় কিছুক্ষণের মধ্যে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ জানিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে পত্র দেওয়া হচ্ছে। এ ছাড়া তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত শনিবার রাতে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ড গ্রামের আবদুল লতিফের একটি ষাড় ও একটি গাভি চুরি করে নিয়ে যায় চোরেরা। এ সময় জনতার হাতে আটক হন বরিশালের মুলাদি থানার গলইভাঙ্গা গ্রামের কদম আলী সরদারের ছেলে হাবুল সরদার। এ ঘটনায় গরুর মালিক আবদুল লতিফ মামলাকরেন। এর আগে গত এক সপ্তাহে ধামরাইয়ের বিভিন্ন গ্রাম থেকে অন্তত ২০টি গরু চুরি হয়ে গেছে।

২৪ঘণ্টা/এনআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *