লোহাগাড়া প্রতিনিধি : লোহাগাড়ায় পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া ধইন্ন্যার বিল চানপুরা খাল এবং চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ ঘনফুট বালু জব্দ করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শাহজাহান।
আজ বুধবার (২ নভেম্বর) সকাল ১১ থেকে বেলা ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিনি এসব বালু জব্দ করেছেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার জঙ্গল পদুয়া এলাকার ধইন্ন্যার বিল চানপুরা খাল এবং চরম্বার বিভিন্ন এলাকার খাল ও ছড়া থেকে বালু খেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদ পেয়ে উল্লেখিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ২ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানকালে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনোর রশীদ, পদুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুুহাম্মদ শরফুদ্দিন খাঁন সাদিসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা/এসএ
Leave a Reply