সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মহিষ লুকিয়ে রাখার অপরাধে আবারো ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হলো মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে। শুক্রবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুল মজিদের বাড়ির মোহাম্মদ আলীর কাছ থেকে তিনটি মহিষ উদ্ধার করে প্রশাসন।
জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে জোয়ারের পানিতে ভাষানচর থেকে ভেসে আসা মহিষ চুরি করে রেখে দেয় ঔই এলাকার কিছু দুষ্কৃতিকারী। গতরাতে মহিষগুলো দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে দ্রুত ঔই স্থানে গিয়ে একটি বাড়ি থেকে তিনটি মহিষ উদ্ধার করা হয়।
এসময় আটক মোহাম্মদ আলী জানান, জনৈক দুলাল নামে এক ব্যক্তি থেকে ১লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে তিনি মহিষগুলো ক্রয় করেন। অভিযানের খবর পেয়ে দুলাল পালিয়ে গেলেও অবৈধভাবে মহিষ নিজের জিম্মায় রাখার অপরাধে মোহাম্মদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
এর আগে গত বুধবার রাতে একই এলাকার জোড়ামতলে পৃথকভাবে এ অভিযান চালিয়ে শিকদার শাজাহান ও তার স্ত্রী এবং মাবিয়া শিপইয়ার্ড এর কেয়ারটেকার আবু সালেককে আটক করে তাদের কছ থেকে দুইটি মহিষ উদ্ধার করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
২৪ঘণ্টা/এসএ
Leave a Reply