রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ৪৮তম বিজয় দিবসে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে সৃজনশীল শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদ।
কর্মসূচিতে ছিল একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা কাহিনীর স্মৃতিচারণ, প্রশ্নোত্তর পর্ব, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা।
রাউজানটাইমস ও প্রিয়কাগজ পত্রিকার কার্যালয়ে ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় স্মুতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাহী সদস্য সাধন পালিত।
অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি এম রমজান আলী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ।
বক্তব্য রাখেন সহ সভাপতি প্রিয় কাগজ ও রাউজান টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ সভাপতি আহমেদ সৈয়্যদ, যুগ্ম সম্পাদক ছড়াকার সাইফুদ্দীন সাকিব, সহ সম্পাদক মোজাহের আলম, অর্থ সম্পাদক সাংবাদিক এম কামাল উদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরোয়ার রানা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এম সাইমন, তথ্য ও গভেষনা সম্পাদক কাজী মুহাম্মদ শিহাবুদ্দীন, পাঠাগার সম্পাদক শিব নারায়ন চৌধুরী, সহ প্রচার সম্পাদক বিটু দেসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতির ঝাঁপটি তুলে ধরে প্রধান অতিথি বলেন, এই দেশকে শত্রুমুক্ত করতে গিয়ে আমরা জীবনবাজি রেখে লড়াই করেছি। আমাদের অনেক সহযোদ্ধার শরীর শত্রুর বুলেটে সেদিন বিদ্ধ হয়েছিল। আমরা স্বাধীনতার ৪৮ বছর পর এসে আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বের দুরদর্শীতায় দেশ আজ বিশ্বের বুকে বিস্ময়। সেদিন বেশী দুরে নয় যেদিন বিশ্ববাসী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে অভিভবাদন জানাবে।
Leave a Reply