দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের অবিশ্বাস্য কিছু করার আশায় ছিল বাংলাদেশ। সেটা ঘটিয়েই ফেলল ডাচরা। বিশ্বকাপে পেল টানা দ্বিতীয় জয়।
এই মিরাকলের পর বাংলাদেশের সামনে এখন সেমি-ফাইনালে খেলার সত্যিকারের সুযোগ। পাকিস্তানকে হারাতে পারলেই টি-টোয়েন্টিতে দল স্পর্শ করবে নতুন উচ্চতা।
একই পরিস্থিতি পাকিস্তানেরও। টানা দুই হারের টুর্নামেন্ট শুরুর পর দলটির সামনে এখন শেষ চারে যাওয়ার হাতছানি। এর জন্য জিততে হবে কোয়ার্টার-ফাইনালে পরিণত হওয়া সুপার টুয়েলভের ম্যাচে।
টানা দুই হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা। টানা দু্নই জয়ে নেদারল্যান্ডস জাগাল আগামী আসরে সরাসরি খেলার আশা।
একাই একাদশ নিয়ে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে হারানো দলে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। টিকে গেছেন আগের ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হওয়া মোহাম্মদ হারিস।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ হারিস, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।
বাংলাদেশ দলে ৩ পরিবর্তন। ভারতের বিপক্ষে হেরে যাওয়া দলে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। প্রথমবারের মতো চলতি আসরে খেলছেন নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।
এই ম্যাচে নেই মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরি এবং আগের ম্যাচে খরুচে বোলিং করা দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত।
২৪ঘণ্টা/এনআর
Leave a Reply