চুনতিতে পাচারকালে ফার্নিচারসহ পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে পাচারকালে পিকআপ ভর্তি ফার্নিচার জব্দ করেছে চুনতি সাতগড় বনবিভাগ।

আজ ৭ নভেম্বর ভোরে চুনতি সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের চুনতি সাতগড় বিট অফিস এলাকা থেকে এসব ফার্নিচার জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশনায় চুনতি সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদের নেতৃত্বে বনবিভাগের

একটি টিম চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের চুনতি সাতগড় বিট অফিস এলাকা থেকে উল্লেখিত সময়ে সেগুন আর আকাশমনি কাঠে তৈরীকৃত ফার্নিচার পাচারকালে ব্যবহৃত একটি মিনি পিক—আপ জব্দ করে।

সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, গত সোমবার ভোরে সেগুন আর আকাশমনি কাঠে তৈরীকৃত ফার্নিচার ও পিকআপ জব্দ করেছি।

উক্ত ফার্নিচারগুলোর অবৈধভাবে চট্টগ্রাম থেকে টেকনাফের উদ্দেশ্যে পাচার করছিল। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয় এবং জব্দকৃত ফার্নিচারগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে।

২৪ঘণ্টা/জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *