নগরীর আকবরশাহ থানার পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার ৮ নভেম্বর সকালে সাড়ে ৯ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ—তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এ পুলিশ কর্মকর্তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়সহ সংশ্লিষ্ট থানা ও নগর পুলিশের অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।
মোস্তাফিজুর রহমান গত ৬ নভেম্বর বিকাল ৫ টার সময় হালিশহর থানাধীন বড়পুল মোড় সংলগ্ন ওয়াপদা মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এসআই মোস্তাফিজুর রহমানের মরদেহ দুপুর ২ টায় আকবরশাহ্ থানায় আনা হবে। জানাজা নামাজ শেষে তার মৃতদেহ দাফনের জন্য ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকায় তার গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ২২ বছর ও ১৯ বছর বয়সী দুই কন্যা সন্তান এবং ১২ বছর বয়সী এক ছেলে সন্তানের জনক।
২৪ঘণ্টা/জেআর
Leave a Reply