রাউজানের বাগোয়ানে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের বাগোয়ান ইউনিয়নে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে বিনামূল্যে চাল বিরতণ করা হয়েছে।

৮ নভেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ৮০ পরিবারে মাঝে চাল বিতরণ করেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ভূপেশ বড়ুয়া।

এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ইউপি সদস্য শ্যামল দেবনাথ, ইউপি সদস্য ইয়াছিন, ছাত্রনেতা জসিম উদ্দিন অভিসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া বলেন, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর সহযোগিতায় এলাকার দরিদ্র পরিবার সমূহ সরকারি সহায়তার পাশাপাশি এমপি ব্যক্তিগত তহবিল থেকে দেয়া সাহার্য্য সহযোগিতা দেয়া হবে। পালাক্রমে তিনি দিচ্ছেন বিনামূল্যে চালসহ খাদ্য সামগ্রী।

২৪ঘণ্টা/এসএ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *