বিশ্বকাপ ফাইনালে টস জিতল ইংল্যান্ড, ব্যাটিংয়ে পাকিস্তান

বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি ইংল্যান্ড ও পাকিস্তান। এই ম্যাচে ছিল বৃষ্টির শঙ্কা। তবে এখন পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। ফলে ম্যাচটা মাঠে গড়াচ্ছে ঠিক সময়েই। হয়ে গেছে টসও।

সেই টসে জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। মেঘলা আবহাওয়ায় পাকিস্তানকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

দুই দলের ফাইনাল নিশ্চিতের পর থেকেই পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ ফাইনালের কথা উঠে আসছে ঘুরে ফিরেই। ১৯৯২ বিশ্বকাপের সঙ্গে দলটির এবারের বিশ্বকাপের যে খুব মিল! তার একটা মিল ফাইনালেও দেখা গেল। সেবারও যে ফাইনালে আগে ব্যাট করেছিল পাকিস্তান! করবে আজও। যদিও বাবর আজম জানালেন, টস জিতলে ফিল্ডিংই বেছে নিতেন তিনি!

পাকিস্তান একাদশ:
বাবর আজম(অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি
ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ
২৪ঘণ্টা/এনআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *