সীতাকুণ্ড পৌরসভায় ৪ নং ওয়ার্ড ভোলা গিরিতে ওএমএসের লাইনে চাউল কিনতে গিয়ে লাইনের মানুষের ধাক্কায় তপন মালাকার এর স্ত্রী শিখা মালাকার নিহত হয়েছে।
জানা যায়, আজ সোমবার সকাল ৯ টার দিকে ডিলার ও আওয়ামী লীগের নেতা গোলাম রব্বানীর ওএমএসের লাইনে খোলা বাজারের চাউল কিনতে গিয়ে লাইনে ঠেলাঠেলির মধ্যে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
ডিলার গোলাম রব্বানী ও আওয়ামী লীগ নেতা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের ওএমএসের খোলা বাজারে চাল দেওয়ার কথা সকাল নয়টা থেকে
কিন্তু মহিলারা সকাল আটটার থেকে লাইন ধরে থাকে। লাইনে থাকায় ধাক্কার মধ্যে পড়ে গিয়ে স্ট্রোক করে পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সীতাকুণ্ড পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হারাধন বাবু জানান, নিহত মহিলার বাড়ী নোয়াখালী জেলায়। সে পৌরসভার ৪ নং ওয়ার্ডে বাসা ভাড়া থাকতো।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply