বোয়ালখালীতে বুলিংয়ের প্রতিবাদ করায় দুই যুবককে ছুরিকাঘাত

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে বুলিংয়ের প্রতিবাদ করায় দুই যুবককে ছুরিকাঘাত করেছে একই এলাকার চার যুবক।

আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: আছমাইন হোসেন।

১৬ নভেম্বর (বুধবার) দিবাগত রাত ৯টার দিকে পৌরসদরের মুজাহিদ চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

আহত মো: আজাদ হোসেন(১৮) পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার নুরুল আবছারের ছেলে ও মো: রবিউল হাছান অভি(১৭) একই এলাকার আবু তৈয়বের ছেলে।

জানা গেছে স্থানীয় কয়েকজন যুবক প্রায় সময় আহতদের রাস্তাঘাটে বুলিং করতো। আজ রাতে তারা আবারো গায়ে পড়ে ঝগড়ার চেষ্টা করলে আজাদ ও অভি প্রতিবাদ করে। এসময় ওই যুবকরা ছুরিকাঘাত করে আহত করে তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে স্থানীয় ব্যাংক আলমের ছেলে রাকিব(১৮), ফোরক আহমদের ছেলে শাওন(১৭) জামালের ছেলে জোনায়েদ ও আকাশ পূর্ব পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে । তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২৪ঘণ্টা/এসএ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *