এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রাম নগরীর সিডিএ নিউ চান্দগাঁও আ/এ, বহদ্দারহাটে অবস্থিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর বোর্ড মেম্বার, বিএমএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ডাঃ শফিউল আজমের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় শিক্ষার্থীদরে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উক্ত স্বাস্থ্য পরীক্ষায় চট্টগ্রাম রেড ক্রিসেন্ট এর ডাঃ মাহবুবুল আলম, ডাঃ আতিক উল্লাহ ও সাকিবুল শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করেন। উদ্বোধন করেন সিডিএ নিউ চান্দগাঁও আ/এ, কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শরীফ ও অত্র বিদ্যালয়ের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।

সুন্দর ও নিরাপদ ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সুসম্পন্ন করায় অভিভাবকগণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এসময় ডাঃ শফিউল আজম ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ে দৃষ্টি রাখতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

২৪ঘণ্টা/এনআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *