বিনাজুরীতে রাজীব চৌধুরীর মিশ্র ফল ও শাকসবজি বাগান

বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী রাউজানের প্রত্যন্ত এলাকার এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার ঘোষণা দিয়েছেন। সাংসদদের নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে অনাবাদি, পরিত্যক্ত জমি, জায়গায় শীতকালীন ফল, শাকসবজি রোপনের হিড়িক লেগেছে রাউজানের প্রত্যন্ত এলাকায়। তারই অংশ হিসেবে রাউজানের বিনাজুরী ইউনিয়নের ব্যবসায়ী রাজু৷ চৌধুরী তার এক কানির মতোন ভূমিতে মিশ্র ফল ও শাকসবজির আবাদ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজু বড়ুয়ার মিশ্র ফল ও সব্জি বাগানে শিম, বাংলা লাউ, ঢেঁড়শ, বরবটি, বেগুনসহ ১২ থেকে ১৫ জাতের ফল ও শাকসবজি রয়েছে।

কীটনাশকমুক্ত জৈব প্রক্রিয়ায় তার বাগানে উৎপাদিত শাকসবজি ও ফলমূল পরিবারের দৈনন্দিন ফল ও শাকসবজির চাহিদা মেটাচ্ছে।

যুবক রাজীব চৌধুরী জানান, সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নির্দেশনা অনুযায়ী আমি অনাবাদি জমিতে ফল ও শাকসবজির বাগানের পাশাপাশি উন্নতজাতের কলা গাছ লাগিয়েছি।

এখন বাগানের ফলমূল ও শাকসবজি আমার পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি আত্নীয় স্বজনের কাছেও বিষমুক্ত সব্জির কদর রয়েছে।

আগামীতে এলাকার অনাবাদি জমিতে মৌসুম উপযোগী ফলমূল, কচু ও মাছচাষের পরিকল্পনা আছে।

২৪ ঘণ্টা / জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *