সৃজিত-মিথিলা দম্পতির সংসার ভাঙার শঙ্কা উড়িয়ে দিলেন মিথিলা

সৃজিত-মিথিলা দম্পতির সংসার ভাঙার গুঞ্জনও চাউর হয়েছিল গণমাধ্যমে। তবে শঙ্কা উড়িয়ে দিয়ে এবার গুঞ্জনের জবাব দিলেন মিথিলা নিজেই। সৃজিত-মিথিলা দম্পতির দুটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে কিছুদিন সরগরম ছিলো ঢাকা-কলকাতার সিনেপাড়া। হঠাৎ করে দুজনের রহস্য-আবেগ মিশ্রিত পোস্ট ভক্তদের শঙ্কা তৈরি করে।

অভিনয় ও অফিস নিয়ে বেশ ব্যস্ত সময়ই পার করছেন মিথিলা। সম্প্রতি কলকাতায় মুক্তির পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘মায়া’।

রাফিয়াদ রশিদ মিথিলা বলেন, এই শেষ কয়েক দিন অফিসের কাজে চূড়ান্ত ধকল গিয়েছে। আচমকাই দেখলাম অনেকে মেসেজ করছে। ওটা আমার একটা ফটোশুটের ছবি, মনে হলো তাতে এই লেখাটা ভালো যাবে। তাই দিয়েছি।

মিথিলা বলেন, তাছাড়া সৃজিত বব ডিলানের যে গানটি দিয়েছিল, ওটা আমাদের দুজনেরই প্রিয় গান। এই বছরটা আমাদের বাইরেই কেটে গেলো। আমি যখন কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। সুতরাং এই সব কথায় কান দেয়ার কোনো সময়ই নেই।

২৪ ঘণ্টা / জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *